সোমবার, ২০ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ঘাটাইলে এক ডগায় ঝুলছে ৩৫টি লাউ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৬৫ Time View
Oplus_131072

 

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল

এক ডগায় এক লাউ, এটাই স্বাভাবিক। তাই বলে এক ডগায় একাধিক লাউ! অবিশ্বাস্য হলেও সত্য, একই ডগায় ৩৫টি লাউ ধরেছে একটি গাছে! ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে।
ঘাটাই উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন ও লাভলী আকতার দম্পতির বাড়িতে। এ দৃশ্য দেখতে গ্রামের ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকেই।

তারা জানান, তারা দুই মাস পূর্বে দেশি লাউগাছের বীজ এনে লাগিয়ে ছিলেন।
বীজ থেকে চারটি গাছ বড় হয়ে মাচায় ওঠে। তিনটি গাছ স্বাভাবিক থাকলেও একটি গাছে হঠাৎ করেই একটি ডগার সংযোগস্থল থেকে অসংখ্য ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে ওই ডগায় ৩৫টি লাউ ধরেছে। লাউগুলো আস্তে আস্তে বড়ও হচ্ছে।

প্রতিবেশীরা জানান, ওই ডগায় ৩৫টি লাউ গুনে দেখেছেন। এর আগে এমন দৃশ্য তারা কখনই দেখেননি। গ্রামের উৎসুক অনেকেই লাউগাছটি দেখতে ভিড় জমাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। বিভিন্ন কারণে এ রকম ঘটনা ঘটতে পারে। তবে গাছটি না দেখে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2023 channel7online.com
Developed by: A TO Z IT HOST
Tuhin